গাজীপুর

১০ ঘণ্টায় ইজতেমার বর্জ্য পরিষ্কার করল সিটি করপোরেশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

১০ ঘণ্টার মধ্যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ময়লা পরিষ্কার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আখেরি মুনাজাতের পর আবর্জনা পরিষ্কার নামে গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী ও ইজতেমার সাফাই জামাতের কর্মীরা।

সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন জানান, প্রথম পর্বের মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর দুপুর ১২টার দিকে তিন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এ কাজে পাঁচটি এস্কেভেটর, তিনটি পে লোডার, ছয়টি কম পেট্রোর ট্রাক ও ৩০টি ডাম্প ট্রাক ব্যবহার করা হয়।

jagonews24

সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, ইজতেমা ময়দানে ১০০০ ড্রাম ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। ময়দানে ৩২টি টয়লেট বিল্ডিংয়ে প্রায় দশ হাজার টয়লেট ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এছাড়া রাস্তার পাশে সব ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়। ১০ ঘণ্টায় পুরো ইজতেমা ময়দান পরিষ্কার হয়।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।