তিনদিন ধরে বিদ্যুৎ নেই বিভিন্ন এলাকায়
বৈশাখী ঝড়ের তাণ্ডবে গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই পঞ্চগড়ের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার রাতে ঝড়ের কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতের বিভিন্ন সঞ্চালন লাইনের উপর গাছ উপড়ে পড়লে বিছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। এতে অন্ধকারে নিমজ্জিত হয় পঞ্চগড়ের এলাকা।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ হলেও অধিকাংশ এলাকা তখনও ছিল বিদ্যুৎহীন। এনিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা।
তবে পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিভাগের কর্মীদের বেশ ছুটোছুটি করতে দেখা গেছে। শুক্রবারের মধ্যে সকল সংযোগ চালু হবে, আশা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের।
বিদ্যুৎ বিভাগ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন সংযোগের উপর গাছ ভেঙে ও উপড়ে পড়ে। বন্ধ হয়ে যায় এসব এলাকায় বিদ্যুত সংযোগ। চেষ্টার পর বৃহষ্পতিবার বিকেল পর্যন্ত কিছু এলাকায় সংযোগ চালু করা হয়। তবে তখনও বিদ্যুৎ ছিল না শহরের ডোকরোপাড়া, উত্তর জালাসী, পুর্ব জালাসী, সদর উপজেলার বলেয়াপাড়া, চাঁনপাড়াসহ বিভিন্ন এলাকা। পল্লী বিদ্যুতের আওতায় বিভিন্ন এলাকাতেও একই অবস্থা বলে জানা গেছে।
এদিকে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির জরুরী মিটিং আছে বলে কর্মস্থলের বাইরে অবস্থান করছেন।
বিভাগের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংযোগ চালু করতে।
বলেয়াপাড়া এলাকার সাংবাদিক সামছদ্দিন চৌধুরী কালাম বলেন, মঙ্গলবার রাত থেকে বৃহষ্পতিবার সন্ধা পর্যন্ত আমাদের এলাকায় বিদ্যুতের আলো নেই।
পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম বলেন, ঝড়ের কারণে শহরের অনেক লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা দিনরাত চেষ্টা চালিয়ে লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছি। তবে পর্যাপ্ত লোকবলের অভাবে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি শুক্রবার নাগাদ সব ঠিক হয়ে যাবে।
সফিকুল আলম/এমএএস/এবিএস