ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতীর অংশ থেকে সজিব (২২) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ ও বিএসএফ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তের ভারতীয় অংশ থেকে তাকে আটক করা হয়। এসময় তিনজন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম।

তিনি জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন যুবক ফেনসিডিল আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশি আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান।

লে. কর্নেল রফিকুল আলম বলেন, এ ঘটনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছেন, ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি চারজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের তিন নাগরিক তাদের হাতে আটক হন। পরে সজিবকে আটক করে নিয়ে গেছে কৃষ্ণগঞ্জ থানা পুলিশ।

আটক সজিবের মা সাবিনা খাতুন বলেন, ‘সোমবার দুপুরের দিকে গ্রামের ৩-৪ জন ছেলের সঙ্গে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বাকিরা ফিরে এলেও আমার ছেলে ফিরে আসেনি। এখন শুনছি তাকে বিএসএফ আটক করেছে।’

হুসাইন মালিক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।