লিফলেট বিতরণের অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ কর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে মো. সজিব (২৪) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সজিবকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আটক ছাত্রলীগ কর্মী মো. সজিব উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর দেবীদ্বারের গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বাজারে দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ বাজারে অভিযান চালায়। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যান। রাতে মো. সজিব নামের ছাত্রলীগের এক কর্মীকে তার বাড়ি থেকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে সজিবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।