নতুন বছর উদযাপনের আগে দিল্লিতে ধরপাকড়, শতাধিক গ্রেফতার
নতুন বছর উদ্যাপন সামনে রেখে দিল্লিতে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন আঘাত ৩.০’ নামে এই অভিযানে এক রাতেই শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
দিল্লির দক্ষিণ-পূর্ব জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। পুলিশের লক্ষ্য ছিল নববর্ষের সময় কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা ঠেকানো।
পুলিশ জানায়, এই অভিযানে মোট ২৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫০৪ জনকে আটক করা হয়েছে।
অভিযানকালে পুলিশ উদ্ধার করেছে—২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি, ২৭টি ছুরি, ১২ হাজারের বেশি বোতল অবৈধ মদ, প্রায় ২.৫ লাখ রুপি নগদ রুপি, ৭ কেজি গাঁজা, ২৭টি যানবাহন।
এছাড়া, চিহ্নিত ১১৬ জন অপরাধী ও ১০ জন চোরকেও গ্রেফতার করা হয়েছে।
যানবাহন চুরি ঠেকাতে চালানো অভিযানে ৫ জন অটো-লিফটার ধরা পড়েছে। পুলিশ ২৩১টি দুই-চাকার যান ও একটি চার-চাকার গাড়ি জব্দ করেছে।
জুয়ার বিরুদ্ধে অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ২.৩ লাখ রুপি। একই সঙ্গে ২১০টি চুরি বা হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সব মিলিয়ে, নতুন বছর উদযাপনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ১ হাজার ৩০৬ জনকে প্রতিরোধমূলকভাবে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান নববর্ষ পর্যন্ত চলবে।
সূত্র: এনডিটিভি
এমএসএম