আদালতে আনিসুল হককে দেখে ‘চোর চোর’ বলে কটাক্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দেখে উত্তেজিত হয়ে ওঠেন উপস্থিত জনতা। এসময় তারা ‘চোর’, ‘চোর’ বলে কটাক্ষ করেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আদালত থেকে আনিসুল হককে কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এদিন সোনারগাঁ থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশিক মিয়া (২০) নামে এক শ্রমিক হত্যার ঘটনায় করা মামলায় আনিসুল হককে আদালতে ওঠানো হয়।

এর আগে সকালে তাকে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়।

আদালতে ওঠানোর সময় তেমন কোনো ঝামেলা হয়নি। তবে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় উপস্থিত আইনজীবী ও জনসাধারণ আনিসুল হককে উদ্দেশ্যে করে কটাক্ষ করেন। এসময় ‘চোর চোর’ বলে চিৎকার করেন। একই সঙ্গে তার ফাঁসি চেয়ে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করে জনতা।

আদালতে আনিসুল হককে দেখে ‘চোর চোর’ বলে কটাক্ষ

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ৪ আগস্ট আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আশিক মিয়া নামে এক শ্রমিক নিহত হন। এ ঘটনায় তার মা কুলসুম বেগম সোনারগাঁ থানায় মামলা করেন। সেই মামলায় আনিসুল হককে তিনদিনের রিমান্ড দেন আদালত।

তিনি আরও বলেন, আনিসুল হককে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ তাকে ‘চোর’ বলে চিৎকার ও তার ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন।

এই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর।

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।