গাইবান্ধায় ‘শেখ হাসিনার উপহার’ লেখা ত্রাণসামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
গাইবান্ধায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখা ত্রাণ বিতরণের ঘটনা ঘটেছে

গাইবান্ধায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখা ত্রাণের প্যাকেট বিতরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার গোডাউন থেকে এসব ত্রাণ বিতরণের সময় বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। তবে বিতরণ করা এসব ত্রাণের বস্তার গায়ে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার উপহার’ লেখা ছিল।

jagonews24

তবে বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম।

তিনি বলেন, আগে থেকেই গোডাউনে ত্রাণের বস্তাগুলো মজুত ছিলে। কিছু বস্তা বিতরণের পর বিষয়টি বুঝতে পারায় আর বিতরণ করা হয়নি।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভুলবশত এমনটা হয়েছে। গোডাউনে মজুত থাকা ত্রাণের বস্তার লেখাগুলো মুছে ফেলার জন্য ত্রাণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ এইচ শামীম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।