প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শিবিরের র‌্যালি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের খানপুর এলাকা থেকে শুরু হয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ঘুরে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে জাতীয় পতাকা নিয়ে অংশ নেন নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শিবিরের র‌্যালি

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. ইসমাঈলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসান, দফতর সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক রায়হান রফিক, শিক্ষা সম্পাদক কামরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক আল হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

সভাপতি মো. ইসমাঈল বলেন, ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের প্রতিটি নাগরিককে সৎ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায়। এ পর্যন্ত ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে তারা সেখানে সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।