গাইবান্ধায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৩৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
ছবি- সংগৃহীত

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়। পরে এক্সকাভেটর দিয়ে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়।

এ সময় বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে। এছাড়াও আমরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে দেবো।

এ এইচ শামীম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।