চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমে আবার ১০ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:১৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় তাপমাত্রা হঠাৎ করেই ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কমে ১০ ডিগ্রিতে নেমে এসেছে। যার ফলে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেয়েছে।

৬ ফেব্রুয়ারি তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা ২৪ ঘণ্টার ব্যবধানে কমে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ১০ দশমিক ৪ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে, তারপর তাপমাত্রা আবার বাড়বে।

৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর থেকে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা উঠানামা করছিলো। গতকালও ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যদিও দিনে কিছুটা গরম অনুভূত হচ্ছিল, এখন আবার শীতের তীব্রতা ফিরে এসেছে।

চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার রিকশাচালক জালাল উদ্দিন বলেন, আমি রাতে রিকশা চালিয়ে উপার্জন করি। কয়েকদিন শীত কম ছিল, কিন্তু আজ রাত থেকে শীত বেড়ে গেছে। হাত-পা কাঁপুনি ধরে গেছে, তাই বাধ্য হয়ে মধ্য রাতে বাড়ি গিয়ে জ্যাকেট নিয়ে এসেছি।

এছাড়া, জেলা শহরের এক মুদি ব্যবসায়ী ইমরান হোসেন জানান, ভোরবেলা দোকান খুলতে হয়, কয়েকদিন শীত কম ছিল, কিন্তু আজ থেকে হঠাৎ শীত বেড়ে গেছে।

হুসাইন মালিক/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।