পুরান ঢাকায় ব্যবসার সমস্যা ও করণীয় নিয়ে ডিসিসিআইয়ের মতবিনিময়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্যাকেজ ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করা যেতে পারে বলে মত দিয়েছেন ব্যবসায়ীরা।
পুরাতন ঢাকার ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মতবিনিময় সভা আয়োজন করে। রাজধানীর লালবাগে মীম কমিউনিটি সেন্টারে ওই সভায় ঢাকার বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতারা এবং বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্টস ইউনিটের পরিচালক (গবেষণা) ড. মো. সেলিম আল মামুন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর অতিরিক্ত কমিশনার মানস কুমার বর্মণ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-কমিশনার (লালবাগ বিভাগ) মো. জসীম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন।
স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।
ডিসিসিআইয়ের সহ-সভাপতি মো. সালেম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রাক্তন সভাপতিরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৩৩টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইয়ের সদস্যপদ প্রদান করা হয়।
এসআরএস/এমএইচআর