নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় মানসম্মত জীবন পাচ্ছেন না শ্রমিকেরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট যৌক্তিক পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, শ্রমিকদের বেতন বাড়ানো হলেও নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বেটার লাইফ (মানসম্মত জীবন) পাচ্ছেন না তারা। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন।

দেশের ৮৪ শতাংশ রপ্তানি আয়ের নেতৃত্ব পোশাকখাত দিচ্ছে জানিয়ে মহিউদ্দিন রুবেল বলেন, আমরা পোশাকখাতের শ্রমিকদের বেটার লাইফ উপহার দিতে ৯ শতাংশ বেতন বাড়িয়েছি। কিন্তু এতে তাদের জীবনমান উন্নয়ন হবে না, বা হচ্ছে না। তাদের বেটার লাইফ দিতে হলে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট যৌক্তিক পর্যায়ে রাখতে হবে।

তিনি বলেন, আমরা যদি এসব পণ্য ভ্যাটের বাইরে না রাখতে পারি তাহলে তারা কারখানায় কোয়ালিটি সময় দিতে পারবে না। সরাসরি উৎপাদনে এর প্রভাব পড়বে। আমরা উৎপাদনে পিছিয়ে পড়বো, বাধাগ্রস্ত হবে রপ্তানি খাত।

নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে

সরকারের কাছে অনুরোধ জানিয়ে মহিউদ্দিন রুবেল বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাট-ট্যাক্সের আওতামুক্ত রাখা হোক। শুধু পোশাকশ্রমিকদের কথা ভেবে নয়, পুরো নিম্ন আয়ের মানুষের কথা প্রাধান্য দিয়ে হলেও ভ্যাটমুক্ত করা হোক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর এমসিসিআই কার্যালয়ে জাগো নিউজ আয়োজিত ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন মহিউদ্দিন রুবেল।

ইএআর/এএসএ/এমএমএআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।