কাঁচাপাট রপ্তানিতে বিশেষ ঋণ সুবিধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ২ শতাংশ ডাউন পেমেন্টে শতভাগ বিদেশি মুদ্রা অর্জনকারী এসব রপ্তানিকারকদের ঋণ ২ বছরের জন্য স্থগিত করা যাবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এসব সুবিধা নিশ্চিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশনায়।

প্রজ্ঞাপনে বলা হয়, কাঁচাপাট রপ্তানিকারদের বিরাজমান সমস্যা সমাধানে সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে পুনরায় ২ বছরের মরাটরিয়াম সুবিধা প্রদান করা যাবে। এক্ষেত্রে, গ্রাহকের ২০২৪ সালের ৩১ মার্চ ভিত্তিক বিদ্যমান ঋণ স্থিতি বিবেচনায় নিতে হবে।

তবে ঋণের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। ২০২২ সালের জুনেও এ ধরনের সুবিধা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। একই সুবিধা ফের বাড়ালো আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

ইএআর/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।