সারদার টাকার তথ্য মেলেনি : মুহিত


প্রকাশিত: ১০:০২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

সারদার টাকা বাংলাদেশে আসা ও ব্যাংকে গচ্ছিত রাখার কোনো তথ্য মেলেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

সারদার টাকা ঘুরপথে গিয়ে বাংলাদেশের ব্যাংকে গচ্ছিত রাখা হয়েছে এবং সেখান থেকে সেই অর্থ বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবিকেও দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখনো এ ব্যাপারে কোনো তথ্য মেলেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।