উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন


প্রকাশিত: ১০:২৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স কমে ২২ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, দিন শেষে ডিএসইতে ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৯ পয়েন্টে। এ সময় মোট ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

রোববার ডিএসইতে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ১ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ১৯১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, এমজেএলবিডি, স্কয়ার ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডেসকো, তিতাস গ্যাস, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক  ও বিডিথাই অ্যালুমিনিয়াম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯৪১ পয়েন্টে। সিএসইতে মোট ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২ কোটি ৬৪ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।