মে মাসে বাংলাদেশে আসছেন ২০০ সদস্যের চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, আগামী মাসে চীন থেকে ২০০ জনের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্য সচিবকে দেওয়া এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ এবার প্রথমবারের মতো বিনিয়োগ সম্মেলনের আয়োজন করছে। এবারের সম্মেলন থেকে কত টাকার বিনিয়োগ আসলো তা মূল উদ্দেশ্য নয়। সেটা হয়ত দ্বিতীয় বিনিয়োগ সম্মেলনে গিয়ে টার্গেট করবো।

এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সম্পর্কে যে নেগেটিভ ন্যারেটিভ হয়ে আসছে তা পজিটিভে টার্ন করা।

তিনি জানান, জার্মানি থেকে বিনিয়োগকারী যতজন এসেছেন তাদের মধ্যে ৮০/৯০ শতাংশ প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তাদের কাছে জানতে চেয়েছিলাম অধিক সংখ্যক জার্মানি বিনিয়োগকারীকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার জন্য আর কি কি করা প্রয়োজন? এ প্রশ্নের উত্তরে তারা বলছেন, যতটা সম্ভব বেশি সংখ্যক জার্মানি বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, বড় ধরনের সম্মেলনে নয়, আমরা যদি বিভিন্ন দেশ টার্গেট করে তাদের বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ রয়েছে তা দেখাতে পারি তাহলে খুব ভালো হবে।

তিনি জানান, চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্য সচিবকে দেওয়া এক চিঠিতে আগামী মাসে চীনের বাণিজ্য সচিবসহ ২০০ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।

এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।