ভুল পরিসংখ্যানে মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৫ মে ২০২৫
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে পরিসংখ্যানগুলো ভুলে ভরা। বিগত সময়ে সফলতা দেখানোর জন্য পণ্যের উৎপাদন বেশি দেখানো হয়েছে। এসব ভুল পরিসংখ্যানে মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে।

সোমবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের তৃতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর দেশে আলু উৎপাদন ছিল এক কোটি টনের বেশি। কিন্তু সেই আলুর দাম আবার ৯০ টাকা কেজির উপরে উঠেছিল। হঠাৎ পরিসংখ্যান মিলছে না। তথ্য-উপাত্ত ঠিক না থাকায় মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে, যা সিদ্ধান্ত নিতে দ্বিধান্বিত করে ফেলছে। কবে দেশের এই পরিসংখ্যান ঠিক হবে তা আমার জানা নেই। কারণ এটা আমার আওতায় নেই।

তিনি বলেন, দেশে পরিসংখ্যান ফ্যাসাদ তৈরি করা ছাড়া আর কিছু করছে না। এ পরিসংখ্যান কবে ঠিক হবে তা আমি জানি না।

আরও পড়ুন

সম্মেলনের তৃতীয় অধিবেশনে শিরোনাম ছিল ‘খাদ্যের বাজার, সরবরাহ ও দেশজ সক্ষমতা’। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

তৃতীয় অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে আরও অংশ নেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

এ সময় মোস্তফা কামাল বলেন, আমাদের উৎপাদনের পাশাপাশি খাদ্য সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা জরুরি। খাদ্য আমদানির ও সরবরাহের ক্ষেত্রে ব্যয় কমানো প্রয়োজন।

কাজী জাহেদুল হাসান বলেন, অনেক ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে পোল্ট্রি খাতকে অস্থিতিশীল করা হচ্ছে। এ খাতে সিন্ডিকেটের কথা বলা হলেও ব্যস্তবে সেটা নেই। এসব ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি করা হচ্ছে। সৎ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের বিমুখ করা হচ্ছে। এটি একটি চক্রান্ত। সরকারকে এ বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান করেন এ ব্যবসায়ী।

এনএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।