এবার চাল রফতানি ভারতে


প্রকাশিত: ১১:২১ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

শ্রীলংকার পর এবার ভারতে চাল রফতারনির ঘোষণা দিয়েছে সরকার।  সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা জানিয়েছেন। এর আগে গত শনিবার বাংলাদেশ প্রথমবারের মতো বিদেশে চাল রফতানী করে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, তিন দিনের রাষ্ট্রীয় সফর দেশে এসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ফলপ্রসূ হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দেয়া সব প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবে। এ প্রতিশ্রুতীর আওতায় চীন বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ধানের বীজ দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।