এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ

বৈঠক ফলপ্রসূ হয়নি, এবার অবস্থান কর্মসূচির ডাক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২০ মে ২০২৫
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এবার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। আগামীকাল বুধবার স্ব স্ব কার্যালয়ে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ তথ্য জানায়।

এদিন বিকেলে সরকারের ডাকে সাড়া দিয়ে এনবিআর পৃথকের অধ্যাদেশ বাতিল চেয়ে আন্দোলনে নামা ঐক্য পরিষদের প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন

তবে ওই বৈঠক ফলপ্রসূ হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামীকাল দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখান থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়া, বুধবার সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ঢাকাস্থ দপ্তরসমূহের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এনবিআর ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এর আগে একই দাবিতে পাঁচদিন কলমবিরতি কর্মসূচি পালন করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি
প্রতিনিধিদল অর্থ বিভাগের সম্মেলেন কক্ষে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ওই সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের তিনজন প্রাক্তন সদস্য, অর্থ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়েছে, পরবর্তী সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এটি কার্যকর করার তারিখ ঘোষণা করবে।

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা করতে গত ১৭ এপ্রিল খসড়া অধ্যাদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো হলো-
১। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে;

২। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং

৩। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত করতে হবে।

এসএম/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।