এফবিসিসিআই এবং আইবিএফবির মধ্যে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২২ মে ২০২৫
সমঝোতা স্মারকে সই করছেন এফবিসিসিআই ও আইবিএফবির প্রতিনিধিরা

বেসরকারি খাতের প্রবৃদ্ধির জন্য নীতিগত সমর্থনকে এগিয়ে নিতে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (আইবিএফবি)।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এর অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষর আয়োজন অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই-এর পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠানটির প্রশাসক জনাব হাফিজুর রহমান এবং আইবিএফবির প্রতিনিধিত্ব করেন মিসেস লুৎফুন্নিসা সৌদিয়া খান।

আয়োজকরা জানান, এই সমঝোতা স্মারকটি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মুখোমুখি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রমাণভিত্তিক নীতিগত সমর্থন জোরদার করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করে। উভয় সংস্থাই সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও এই চুক্তিটি আন্তঃসীমান্ত বাণিজ্য এবং নিয়ন্ত্রক সীমাবদ্ধতা সম্পর্কিত বিষয়গুলোসহ ব্যবসায়িক পরিবেশে বাধাগুলো চিহ্নিত করতে এবং কাটিয়ে উঠতে গভীর গবেষণা এবং নীতি বিশ্লেষণের গুরুত্বের ওপর জোর দেবে। এই সহযোগিতার লক্ষ্য হলো আরও প্রতিক্রিয়াশীল, অন্তর্ভুক্তিমূলক এবং দূরদর্শী নীতিগুলোর বিকাশকে সমর্থন করা, যা বেসরকারি খাতে প্রতিযোগিতা বাড়াবে।

এ সময় বক্তারা বলেন, এফবিসিসিআই এবং আইবিএফবি যৌথভাবে সংলাপ, জ্ঞান বিনিময় এবং অংশীদারদের সম্পৃক্ততা সহজতর করবে যাতে কার্যকর নীতি সংস্কার করা যায় এবং বাংলাদেশে আরও সক্রিয় ব্যবসায়িক পরিবেশ তৈরিতে অবদান রাখা যায়।

আরএএস/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।