নারী উন্নয়নে স্বচ্ছ ও ব্যবহারযোগ্য বাজেটের দাবি

নারীদের উন্নয়নে সুনির্দিষ্ট, স্বচ্ছ এবং ব্যবহারযোগ্য বাজেট দাবি করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (২৬ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলের সম্মেলন কক্ষে 'লিঙ্গ-প্রতিক্রিয়াশীল বাজেট প্রণয়ন এবং এফএফডি-ফোর ফলাফলের অগ্রগতির বিষয়'- শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেট প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের অর্ধেক জনসংখ্যা নারী আছে, তাদের যে পরিবর্তনের কথা, তাদের উন্নয়নের কথা বিবেচনায় রেখে বাজেটে সুনির্দিষ্টভাবে, স্বচ্ছভাবে এবং ব্যবহারযোগ্যভাবে বাজেট দিতে হবে। বাজেট দেওয়ার ক্ষেত্রে নারীদের ভেতর যারা বিশেষ করে পেছনে পড়ে আছে।
তিনি বলেন, নারীদের জন্য আমাদের যে বাজেট দেওয়া হয় সেটা খুবই কম। আবার যেটুকু দেওয়া হয় তার কাঠামোর মধ্যেও সমস্যা থাকে। বিল্ডিং বানানোতে টাকা চলে যায়। বাজেটে যেটুকু দেওয়া হয়, বাকি থাকে, সেটুকুও ঠিকমতো বছর শেষে খরচ হয় না। যেটুকু খরচ হয় তার আবার মূল্যায়ন হয় না, এটা প্রকৃতভাবে নারীদের পক্ষে গেছে কি না? ওই মূল্যায়ন করার জন্য আবার তথ্য-উপাত্ত নেই।
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা 'ইউএন উইমেন' এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে এসডিজি বিষয়ক নারী, প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন প্রোগ্রাম পরিচালক মারিয়া স্ট্রিডসম্যান, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ফেরদৌসী সুলতানা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব তাসনিম জেবিন বিনতে শেখ, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব (অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ-২) নাজমুন নাহার হামিদ, ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং প্রমুখ বক্তব্য দেন।
এসএম/এমএইচআর/এএসএম