এক প্রকল্পেই রক্ষা পেয়েছে হাওরের সাড়ে ৭ হাজার ঘরবাড়ি: পিকেএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৮ মে ২০২৫

এক প্রকল্পের মাধ্যমে হাওরের সাড়ে সাত হাজার ঘরবাড়ি রক্ষা পেয়েছে বলে জানিয়েছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। প্রকল্পটির নাম ‘ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর সাসটেইনেবল কমিউনিটি লাইফ ইন দ্য হাওর রিজন অব বাংলাদেশ’।

এ প্রকল্পের আওতায় সিসি ব্লক রিভেটমেন্ট এবং রিটেইনিং ওয়াল নির্মাণের ফলে হাওর এলাকার তিনটি ইউনিয়নের পরিবারের ঘরবাড়ি আকস্মিক বন্যার ভাঙন থেকে রক্ষা পেয়েছে। কমিউনিটি স্পেস উঁচু করার ফলে খাদ্যশস্য সংরক্ষণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছেন এবং নির্মিত দেওয়ালের পাশে বৃক্ষরোপণের ফলে জীববৈচিত্র্য সংরক্ষণ হয়েছে।

বুধবার (২৮ মে) পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব কর্পোরেশন উলরিক ক্লেপ্পেমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

পিকেএসএফ জানায়, প্রকল্পটি সুনামগঞ্জের হাওর এলাকায় তিনটি ইউনিয়নে তীব্র ও আকস্মিক বন্যার ঢেউয়ের ফলে সৃষ্ট ভাঙন থেকে বাড়িঘর রক্ষা এবং বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এপ্রিল ২০২৫ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জামালগঞ্জ ও দিরাই উপজেলার তিনটি ইউনিয়ন ১ দশমিক ৫৪ কিলোমিটার দীর্ঘ সুরক্ষা দেওয়াল নির্মাণ করা হয়েছে।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, সরকার ও মন্ত্রণালয়ের অনেক পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনাকে অর্থনৈতিক ভিত্তি দিতে আমরা কাজ করি। সেক্ষেত্রে সকল উন্নয়ন সহযোগী আমাদের সহযোগী হিসেবে কাজ করে। আমাদের পাশাপাশি পিকেএসএফও কাজ করছে। তাদের সঙ্গে আমরা অভিজ্ঞতা শেয়ার করছি। পিকেএসএফ ও তার সহযোগীরা দুর্নীতিমুক্তভাবে কাজ করেন যেটা প্রকল্প বাস্তবায়নে খুব গুরুত্বপূর্ণ।

এমওএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।