ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক নূর উদ্দিন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩২ পিএম, ৩০ জুন ২০২৫
ছবি- সংগৃহীত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক মেসার্স নূর ব্রাদার্সের মালিক মিয়া নূর উদ্দিনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

ব্যাংক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে বন্ধকি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেন নূর উদ্দিন। তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা চলমান। ২৮ জুন পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, ব্যাংকের কাছে মর্টগেজকৃত ৫৫টি অ্যাপার্টমেন্টের মধ্যে ৫০টি তিনি অনুমতি ছাড়া এরই মধ্যে বিক্রি করেছেন। মিয়া নূর উদ্দিন ও তার সহযোগী প্রতিষ্ঠানের নামে ঋণ স্থিতি সুদসহ দাঁড়িয়েছে ১১০ কোটি টাকায়।

ইএআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।