‘শুল্ক কমায় কৌশলে এগিয়ে যাওয়ার জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০২ আগস্ট ২০২৫
আসিফ ইব্রাহিম

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেছেন, শুল্ক কমায় একটি নতুন সুযোগও তৈরি হয়েছে কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার জন্য।

তৃতীয় দফার আলোচনা শেষে ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় জাগো নিউজকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার পর বাংলাদেশের রপ্তানির ওপর ২০ শতাংশ চূড়ান্ত শুল্ক রপ্তানিকারকদের কিছুটা স্বস্তি দিয়েছে। যেহেতু অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে বাংলাদেশ এখন রপ্তানি বাজারকে আরও বৈচিত্র্য করার সুযোগ পাচ্ছে। এই শুল্ক নতুন প্রযুক্তি, উন্নত মান ও টেকসই পোশাকের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে।

তিনি আরও বলেন, দক্ষতা, ডিজাইন ও প্রযুক্তিতে বিনিয়োগ করলে পোশাকখাত প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। সঠিক পরিকল্পনায় এই পরিস্থিতি বাংলাদেশের পোশাক শিল্পকে আরও আধুনিক, উদ্ভাবনী ও বিশ্বমানের করে তুলতে পারে।

এনএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।