দেশসেরা সেবা দিতে চায় এসো ডটকম


প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

অনলাইনে কেনাকাটা এখন আর শখের পর্যায়ে নেই। প্রতিদিনের সঙ্গী হয়েই মিশে আছে অনলাইনে কেনাকাটা। দেশের বাজারে প্রায় হাজারো ই-কমার্স সাইটে প্রতিদিন কেনাকাটা বাড়ছে। অনেকে আবার টিকে থাকতে লড়াই করে চলছেন।

তবে এগুলোর মধ্যে ব্যতিক্রম ‘এসো ডটকম’(www.esho.com)। অনেক ই-কমার্স প্রতিষ্ঠানের ভিড়ে এটিকে সেরা অবস্থানে নিয়ে যেতে চান এসো ডটকমের প্রধান নির্বাহী দিদারুল আলম।

বর্তমানে সারাবিশ্বের মতো বাংলাদেশেও ই-কমার্স এবং ই-মার্কেটিংয়ের ব্যাপক প্রসার ঘটেছে। তাই সফলতার সমূহ সম্ভাবনা খুঁজে নিলেন ই-কমার্সে দিদারুল। ‘যা কিছু প্রয়োজন এসো ডটকম’ স্লোগানকে সামনে রেখে ৩ জন নিয়ে যাত্রা শুরু করেন এসো ডটকমের।

দিদারুল জানান, গ্রাহক যাতে প্রতারিত না হয় সেজন্য শুরু থেকেই কোয়ালিটি মেনে চলেছি। নিজেদের ফটোগ্রাফির মাধ্যমে পণ্যের প্রচার করছি।

ই-কমার্স ব্যবসা করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন বেশি হচ্ছেন জানতে চাইলে দিদারুল আলম বলেন, উচ্চগতির ইন্টারনেটের সমস্যার সম্মুখীন বেশি হচ্ছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং উচ্চগতির ইন্টারনেট সেবার মাধ্যমে ই-কমার্সকে জনপ্রিয় করে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।

দিদারুল জানান, সব ধরনের পণ্যই রয়েছে এসো ডটকমে। লাইফস্টাইল, ইলেকট্রনিক্স ও আমাদের নিজেদের তৈরি পণ্য গ্রহকদের কেনার আগ্রহ বেশি। এসো ডটকমে গৃহস্থালী পণ্য, স্বাস্থ্য সেবা, ইলেকট্রনিক্স, সিরামিকস, গিফট আইটেম, প্রসাধনী পণ্য, কসমেটিকস ও পোশাক-আশাক নিয়ে একটি পূর্ণাঙ্গ ই-কমার্স সাইট। ঢাকার ভেতরে পণ্য ডেলিভারী দেওয়া হয় ২৪ ঘন্টায়, ঢাকার বাহিরে ৪৮ ঘন্টায়।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।