স্কয়ার টেক্সটাইলের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৬৬ পয়সা।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৬ জুন। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে। ২০১৩ সালেও শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।
এসআই/বিএ/পিআর