মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান মনিরুজ্জামান আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ পিএম, ১৭ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর উপদেষ্টা ও মিডল্যান্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান খন্দকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকেল সোয়া ৫টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ আইনজীবী হারালো আর আমরা হারালাম বঙ্গবন্ধুর একজন আদর্শবান রাজনীতিবিদকে।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আগামীকাল শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং কুমিল্লার মুরাদনগরে দ্বিতীয় জানাজা শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এসআই/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।