ক্রেতাদের মন জয় করেছে প্রাণ চকোলর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

‘চকোলর্ড ডাবল টুইস্ট ও চকোলন্ড বার’ - চকলেট দুটো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেই প্রথম বাজারে এসেছে। বাজারে আসার শুরতেই ক্রেতাদের মন জয় করেছে চকলেট দুটো।

বাণিজ্য মেলার ১৯তম দিন রোববার এ কথা জানান প্রাণ চকোলর্ড প্যাভিলিয়নের ইনচার্জ কামাল উদ্দিন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘চকোলর্ড ডাবল টুইস্ট ১৫ টাকায় এবং চকোলন্ড বার ৫ ও ১০ টাকায় বিক্রি হচ্ছে। চকলেট দুটি ক্রেতাদের মন জয় করে নিয়েছে। তাই বেচাকেনাও বেশ ভালো। আমাদের প্যাভিলিয়নের অন্য পণ্যগুলোও বেশ বিক্রি হচ্ছে।’

pran-2

প্রাণ চকোলর্ড প্যাভিলিয়নে নিত্যনতুন পণ্য আসছে।

কামাল উদ্দিন বলেন, ‘আমাদের প্যাভিলিয়নে নিত্যনতুন পণ্য আসছে। মেলার শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের স্টলে নতুন নতুন পণ্য আসবে। সেজন্য মেলায় আসা দর্শনার্থীদের চকলেটসহ নতুন নতুন পণ্য পেতে হলে আমাদের স্টলে নিয়মিত খোঁজ রাখতে হবে।’

পিডি/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।