বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে প্রাইম ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০

সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ১০ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে প্রাইম ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাইম ব্যাংকের পরিচালক মো. নাদের খান ১০ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ উপস্থিত ছিলেন।

এসআই/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।