ভালো উদ্যোগ-উদ্ভাবনের পাশে থাকবে প্রাণ-আরএফএল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২০

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেছেন, প্রযুক্তির দিক থেকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। উদ্যোক্তা ও মেধাবী তরুণরা নানা কিছু উদ্ভাবন করছে।

সোমবার রাজধানীর বাড্ডায় বিটিআই প্রিমিয়ার প্লাজায় ‘টেকনো ৭১’ উদ্ভাবিত জননিরাপত্তাবিষয়ক ‘স্বাধীন’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘টেকনো ৭১’ উদ্ভাবিত জননিরাপত্তাবিষয়ক ‘স্বাধীন’ অ্যাপটির স্পন্সর হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।

অ্যাপটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তরুণ প্রকৌশলী হাসান ইশতিয়াক সুন্দর একটি অ্যাপ বানিয়েছেন। আমাদের দেশের জন্য সময়োপযোগী। সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আপটি বানিয়েছেন তিনি। প্রাণ-আরএফএল গ্রুপ এই মহতি উদ্যোগের সঙ্গে থাকতে পেরেছে। আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর উদ্যোগ-উদ্ভাবনের পাশে থাকব। আমরা মোবাইলে অসংখ্য অ্যাপ ব্যবহার করি কিন্তু সেগুলো বিদেশি। ইশতিয়াক দেশীয় অ্যাপ বানিয়েছেন। এমন যেকোনো উদ্যোগ অনুপ্রাণিত করার মতোই একটি ব্যাপার।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

jagonews24

আহসান খান চৌধুরী বলেন, আমাদের পলক ভাই কোনো এক সময় বিশ্বের বিভিন্ন দেশে বলবেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমাদের দেশেও ভালো মানের অসংখ্য অ্যাপ তৈরি হচ্ছে। আপনারাও কিন্তু আমাদের এই অ্যাপ ব্যবহার করতে পারেন। আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, চ্যালেঞ্জ আছে। কোনো জাতি এগিয়ে যেতে চাইলে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সবাইকে উদ্যোগী হয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে, ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপন হচ্ছে, ৮ হাজার শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপিত হয়েছে। যেখান থেকে আগামী দিনে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশেও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের তরুণরা নেতৃত্ব দেবে। সেভাবেই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। যেন বাংলাদেশের মেধাবী তরুণরা সারা বিশ্বের প্রযুক্তি অঙ্গনে নেতৃত্ব দিতে পারে। তরুণরা ‘জব সিকার’ হবে না তারা ‘জব ক্রিয়েটর’ হবে।

দৈনিক মুক্ত তথ্যের সম্পাদক কবি শাহীন রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহেদী প্রপার্টিজের চেয়ারম্যান কে এম মাহেদী হাসান এবং ‘টেকনো ৭১’ এর চেয়ারম্যান হাসান ইশতিয়াক।

এএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।