এনজিও ফাউন্ডেশনে থাকছেন হেদায়েতুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৬ মে ২০২০

অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আরও দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

তাকে পুনঃনিয়োগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সংঘবিধির ১০.৭ অনুচ্ছেদ মোতাবেক সাবেক অর্থ বিভাগের প্রাক্তন সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে বর্তমান মেয়াদ সমাপনান্তে (১৯/০৬/২০২০ তারিখ) পরবর্তী ২ ( দুই ) বছরের জন্য পুনরায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এমইউএইচ/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।