ক‌রোনার প্রভা‌বে কম্পিউটার মোবাইল যন্ত্রাংশের দাম বে‌ড়ে‌ছে

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৫ জুন ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সরকারি নির্দেশে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ১ জুন থেকে রাজধানীসহ সারাদেশের ছোট-বড় মার্কেট ও শপিংমল খুলেছে।

এ ভাইরাস আতঙ্কে মার্কেটগুলোতে ক্রেতা আসবে কি না, তা নিয়ে দোকান মালিকরা সন্দিহান থাকলেও ধীরে ধীরে ক্রেতারা আসা-যাওয়া শুরু করেছেন। জীবন ও জী‌বিকার তা‌গি‌দে সংক্রম‌ণের ঝুঁ‌কি নি‌য়ে স্বাভা‌বিক জীব‌নে এই ফি‌রে যাওয়ায় ব্যবসায়ীরা নিয়েছেন স্বাস্থ্য‌বি‌ধি নি‌শ্চিতের ব্যবস্থা।

রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে আগত ক্রেতাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। পাশাপাশি 'জীবাণু ধ্বংসকারী কক্ষ' তৈরি করা হয়েছে, যাতে জীবাণুমুক্ত করে লোকজনকে মার্কেটে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

computer-mobile-1

দুই মাস বন্ধ থাকার পর মার্কেট খোলার কারণে কম্পিউটার মোবাইলসহ অন্যান্য যন্ত্রাংশ সামগ্রী বিক্রয়ের মার্কেটগুলোতে ক্রেতার ভিড় তুলনামূলকভাবে বেশি।

রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার হাতিরপুলের মোতালেব প্লাজা ঘুরে দেখা গেছে, করোনা পরিস্থিতির আগে স্বাভাবিক সময়ে মার্কেট দুটিতে যেমন ক্রেতাদের ভিড় থাকতো তার চেয়েও এখন বেশি ভিড়।

গতকাল (৪ জুন) মার্কেট ঘুরে দেখা যায়, অসংখ্য ক্রেতা বিভিন্ন দোকানের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছেন। কারো কম্পিউটারের হার্ডডিস্ক, মনিটর কিংবা সাউন্ড সিস্টেম নষ্ট হয়ে গেছে। কারো মোবাইলে ডিসপ্লে আসছে না। দুই মাস পর দোকান খোলায় সবাই একসঙ্গে ভিড় করছেন কম্পিউটার মোবাইল মেরামত কিংবা নতুন কিনতে। লক্ষণীয় বিষয় হলো ক্রেতা-বিক্রেতা উভয়ই করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মুখে মাস্ক পরেছেন।

computer-mobile-2

বিক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, কম্পিউটার ও মোবাইলের পার্টস প্রধানত চীন থেকে আসে। করোনা পরিস্থিতির কারণে গত ২-৩ মাস যাবত ছোট-বড় সব ধরনের যন্ত্রাংশ আমদানি বন্ধ ছিল। ফলে হঠাৎ করে সব ধরনের যন্ত্রাংশসামগ্রীর দাম বেড়েছে। যন্ত্রাংশ ভেদে দাম কয়েকশ' থেকে কয়েক হাজার টাকা বেড়েছে।

রাজধানীর মগবাজারের বাসিন্দা সুমাইয়া হক গতকাল (বৃহস্পতিবার) মোতালেব প্লাজায় তার নষ্ট মোবাইল ফোনের ডিসপ্লে মেরামত করতে আসেন। নতুন ডিসপ্লে লাগালে মোবাইল ফোনটি ঠিক হয়ে যাবে এবং এ বাবদ ২ হাজার ৬০০ টাকা দাম চান বিক্রেতা। সুমাইয়া হক এতে রাজি হয়ে ঠিক করাতে দিলে কিছুক্ষণ পর দোকানের মালিক জানান, মার্কেটে পণ্য পাওয়া যাচ্ছে না। তাই আরও ২০০ টাকা বেশি দি‌তে হ‌বে। নিরূপায় হ‌য়ে তি‌নি অ‌তি‌রিক্ত ২০০ টাকা দি‌তে বাধ্য হন।

computer-mobile-4

লালবা‌গের বা‌সিন্দা এহসানুল হক ব‌লেন, তি‌নি ডেস্কটপ ক‌ম্পিউটারের পি‌সিআই এক্স‌প্রেস গ্রাফিক্স কার্ড দুমাস আগে ৫ হাজার ৫০০ টাকায় কিন‌লেও গতকাল অ‌নেক ব‌লেক‌য়ে ৬ হাজার টাকার কে‌নেন।

এ ছাড়া টি‌ভি কার্ডসহ বি‌ভিন্ন পণ্যের দামও আগের তুলনায় বে‌ড়ে‌ছে ব‌লে তথ্য পাওয়া গে‌ছে।

এমইউ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।