করোনার ভ্যাকসিন সংরক্ষণে কার্গো হাব স্থাপন করছে এমিরেটস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০২ নভেম্বর ২০২০

এমিরেটস স্কাইকার্গো সারাবিশ্বে কোভিড-১৯ ভ্যাকসিন পরিবহনের জন্য সম্পূর্ণ সুবিধাসহ দুবাইয়ে বিশ্বের বৃহত্তম একটি এয়ার সাইড কার্গো হাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। এমিরেটস এয়ারলাইনসের মালামাল পরিবহন শাখা এ উদ্যোগ নিয়েছে।

এ লক্ষ্যে দক্ষিণ দুবাইয়ে এমিরেটস স্কাই সেন্ট্রাল ডিডব্লিউসি টার্মিনালটি ব্যবহৃত হবে। এছাড়াও এমিরেটস স্কাইকার্গো একটি আলাদা র‍্যাপিড রেসপন্স টিমও গঠন করছে। যার লক্ষ্য হলো বিশ্বব্যাপী ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের সঙ্গে জড়িত পার্টনারদের সঙ্গে সমন্বয় সাধন এবং ভ্যাকসিন পরিবহনের জন্য আগত অনুরোধগুলোকে দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করা।

প্রতিষ্ঠিত এয়ারকার্গো হাবটিতে সারা বিশ্বের প্রস্তুতকারকদের কাছ থেকে ভ্যাকসিন এসে জমা হবে। এখানে এগুলো সঠিকভাবে সংরক্ষণ এবং চূড়ান্ত গন্তব্যে পরিবহনের জন্য প্রস্তুত করা হবে।

নিয়মিত ও চার্টার্ড ফ্লাইটের সাহায্যে এমিরেটস স্কাইকার্গো এগুলোকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে।

এমিরেটস স্কাইসেন্ট্রাল ডিডব্লিউসিতে ৪ হাজার বর্গমিটারের অধিক আয়তনের তাপ নিয়ন্ত্রিত জিডিপি সনদপ্রাপ্ত স্বতন্ত্র ওষুধ সংরক্ষণ ব্যবস্থা রয়েছে।

হিসাব অনুযায়ী এখানে একই সময়ে এক কোটি ভ্যাকসিন ভায়াল ২-৮ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব হবে। বিশ্বের বৃহত্তম কুল ডলি বহর, তাপ নিয়ন্ত্রিত ট্রাকিং ডক এবং টার্মিনালের ও উড়োজাহাজ পার্কিং গেটের মধ্যে কম দূরত্ব এই স্থাপনাটি বাড়তি সুবিধা দেবে।

এমিরেটস স্কাইকার্গোর রয়েছে আধুনিক ও সুপরিসর উড়োজাহাজের একটি বহর এবং এর নেটওয়ার্ক বিশ্বের ৬টি মহাদেশের ১৩০টির অধিক গন্তব্যে বিস্তৃত। বিশ্বের অধিকাংশ বৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও স্থাপনা এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত।

এআর/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।