করোনা পূর্ববর্তী সময়ের সমান যাত্রী পরিবহন করছে ইউএস-বাংলা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৩ নভেম্বর ২০২০
উএস-বাংলার প্রধান নিবার্হী কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) শিকদার মেসবাহউদ্দিন আহমেদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নিবার্হী কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) শিকদার মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন, করোনাকালীন দেশীয় পর্যটনে ঝুঁকছে মানুষ। অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ক‌রোনা পূর্ববর্তী সম‌য়ের প্রায় সমান যাত্রী প‌রিবহন কর‌ছে।

রোববার (২২ নভেম্বর) পর্যটননগরী কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

শিকদার মেসবাহউদ্দিন বলেন, বর্তমা‌নে প্র‌তি‌দিন দুই হাজার ৮০০ থে‌কে তিন হাজার যাত্রী প‌রিবহন কর‌ছে ইউএস-বাংলা, যা ক‌রোনার আগে স্বাভা‌বিক অবস্থার প্রায় সমান। প্রয়োজনীয় স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে এয়ারলাইন্সগু‌লো ফ্লাইট প‌রিচালনা করায় ভ্রমণপিপাসুরা‌ এয়ারলাই‌ন্সে ভ্রমণ‌কে নিরাপদ ম‌নে কর‌ছে।

তি‌নি জানান, বি‌ভিন্ন রু‌টে যাত্রী সংখ্যা বাড়‌ছে। আগে সৈয়দপু‌রে সপ্তা‌হে দু‌টি ফ্লাইট চল‌তো। বর্তমা‌নে প্র‌তি‌দিন নয়‌টি চল‌ছে। মানুষ সড়কপ‌থে সময় ও কস্ট কমা‌তে ফ্লাইট‌কে নিরাপদ ম‌নে কর‌ছে। ভ্রমনণপিপাসু মানু‌ষের জন্য আরও নতুন রুট চালুর প‌রিকল্পনা চলছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, ক্যাপ্টেন সাদাত ও ক্যাপ্টেন মাসুদ।

এমইউ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।