সরকারি অফিসে গাড়ি কেনা আরও ৬ মাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

করোনা পরিস্থিতির কারণে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও ৬ মাস বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) অর্থ বিভাগ (ব্যয় ব্যবস্থাপনা-৬) সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত এক পরিপত্রে এ স্থগিতাদেশ দেয়া হয়।

পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপে সংক্রমণ পরিস্থিতি মােকাবিলা ও সরকারের কৃচ্ছ সাধন নীতির আলােকে অর্থ বিভাগের ৮ জুলাইয়ের পরিপত্রের ধারাবাহিকতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার নতুন/প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৮ জুলাইয়ের এক পরিপত্রে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় গাড়ি কেনা বন্ধ রাখার সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আইএইচআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।