শেয়ার কিনবে পেনিনসুলা চিটাগাংয়ের ২ উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগাংয়ের দুই উদ্যোক্তা কোম্পানিটির ৫ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিষ্ঠানটির এই দুই উদ্যোক্তার মধ্যে একজন আয়েশা সুলতানা, যিনি কোম্পানিটিতে পরিচালক হিসেবেও আছেন। আর একজন উদ্যোক্তা হলেন- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বুধবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তারা শেয়ার কেনার এই ঘোষণা দিয়েছেন।
ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট থেকে তারা তাদের ঘোষণা দেয়া শেয়ার কিনবেন। এরমধ্যে আয়েশা সুলতানা ২ লাখ শেয়ার কিনবে। আর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৩ লাখ শেয়ার কিনবেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি।
এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৪৫ দশমিক ৪০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৪ দশমিক শূন্য ৩ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৪৭ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ১০ শতাংশ শেয়ার আছে।
এমএএস/এআরএ/এমকেএইচ