ব্যাংক কর্মকর্তাদের টিকাগ্রহণের আহ্বান গভর্নরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানিয়েছেন, সমষ্টিগত নিবন্ধনের সুযোগ না থাকায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় নিজে নিবন্ধন করে টিকা নেবেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে টিকগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গভর্নর ফজলে কবির বলেন, ‘আমি টিকা নিলাম। খুব সুন্দরভাবে টিকা নিয়েছি। এখানে সবাই ভালে সেবা দিয়েছে। টিকা থেকে শুরু করে সবকিছুই খুবই সিস্টেমেটিক। সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অসাধারণ সিস্টেম করেছে। ফলে সবাই খুব সহজেই এর সুবিধা ভোগ করতে পারবেন। আমি আশা করব- এটা পুরো দেশের সব জায়গায় অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলেও একইভাবে সবাই টিকাগ্রহণ করবে।’

ব্যাংকারদের টিকাগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘টিকাগ্রহণে সমষ্টিগত নিবন্ধনের সুযোগ নেই। এখানে সবাই যার যার স্বেচ্ছায় নিবন্ধন করবেন। সেভাবেই তারা গ্রহণ করবেন এবং তারা এই সুবিধা ভোগ করবেন। আমি শুনেছি- অন্যান্য জায়গার মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল, বার্ন ইউনিটসহ সব জায়গার মানুষদের অভিজ্ঞতা খুব ভালো।’

ফজলে কবির বলেন, ‘আমরা আগেই ব্যাংক কর্মকর্তাদের বলেছি। এটা যখন প্রথম সংবাদ এসেছে জানুয়ারি মাসের শেষ নাগাদ যে আমরা ভ্যাকসিনের আওতাভুক্ত হচ্ছি। তখনই সব ব্যাংক কর্মকর্তাদের এবং সব সিইওদের সম্মেলনে বলা হয়েছে। সিইওরা তাদের ব্যাংক কর্মকর্তা-কর্মচারিদের এটা ডিসেমিনেট করে দিয়েছে।’

আইএইচআর/এএএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।