রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের যাত্রা শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৫ এএম, ০৮ ডিসেম্বর ২০২১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৩তম শাখা রাজশাহীর বাঘায় উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লায়েব উদ্দীন লাভলু, বাঘা পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক, বাঘা থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম বাবুল।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোনের প্রধান মো. মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাঘা শাখার প্রধান মো. মোয়াজ্জেম হোসেন।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র মোছা. মনোয়ারা বেগম, বাঘা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. কামাল হোসেন, সমাজ সংগঠক মো. মামুন হোসেন ও ব্যবসায়ী শ্রী বিপুল কুমার।

অনুষ্ঠান শেষে শাখার এটিএম বুথও উদ্বোধন করা হয়।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।