বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তে তিন সেট স্ক্যানার ক্রয়ের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের জন্য তিন সেট বিস্ফোরক শনাক্তকরণ সিস্টেম (ইডিএস) সরাসরি পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৯টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ক্রয় কমিটিতে মোট সাতটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত সাতটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৩৪১ কোটি ৫৮ লাখ ৮৫ হাজার ১৩২ টাকা। এর মধ্যে জিওবি হতে ব্যয় হবে ১ হাজার ৯৩৯ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৬৭৪ টাকা এবং জাইকার ঋণ ৪০১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫৮ টাকা।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আজ দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের জন্য তিন সেট বিস্ফোরক শনাক্তকরণ সিস্টেম (ইডিএস) সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন সিলেটের পর্যটন মোটেলের ২৬ একর জমিতে পাঁচতারকা মানের হোটেলসহ আনুষঙ্গিক সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিদ্যমান মোটেল কম্পাউন্ডে আন্তর্জাতিক মানের পর্যটন কমপ্লেক্স স্থাপনে পিপিপিভিত্তিতে বাস্তবায়নে নির্বাচিত বিনিয়োগকারী সংস্থা নিউজল্যাল্ডের ব্লু মাউন্টেন (এনজেড) লিমিটেড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের মধ্যে কাজের চুক্তিপত্র বাতিলপূর্বক পুনঃপ্রক্রিয়াকরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আইএইচআর/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।