গম-ভুট্টা চাষে হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

সংকটের কথা মাথায় রেখে সরাসরি কৃষকদের মাঝে ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো। এ লক্ষ্যে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এ স্কিম অনুমোদন হয়।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে গম ও ভুট্টা চাষে স্কিমটি চালু করা হয়েছে। এ স্কিম থেকে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে দেবে শূন্য দশমিক ৫ শতাংশ সুদ হারে। আর বিতরণকৃত ঋণের গ্রাহক পর্যায়ে সুদহার হবে ৪ শতাংশ। চলতি বছরের ডিসেম্বর থেকে এ স্কিমের মেয়াদ শুরু হবে। এর মেয়াদ হবে তিন বছর।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, আমাদের দেশ গম ও ভুট্টা আমদানি করে। বর্তমানে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে একটা সমস্যা তৈরি হয়েছে। যার কারণে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। যাতে দেশে এসব উৎপাদন করে চাহিদা মেটাতে পারে।
এদিকে শিল্প ও সেবা খাতের জন্য দেওয়া ২৭ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে যুক্ত হয়েছে আরও তিন হাজার কোটি টাকা। অতিরিক্ত টাকা থেকে দেশি-বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হবে। প্রণোদনা প্যাকেজের ৩য় ও সর্বশেষ পর্যায়ের বাস্তবায়নের লক্ষ্যে শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানের (সিএমএসএমই ছাড়া) জন্য ২৭ হাজার কোটি টাকার প্রণোদনার ঋণ দেওয়া হবে।
এছাড়া বেজা, বেপজা ও বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষে অবস্থিত ‘এ’,‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠান এবং এসব অঞ্চলের বাইরে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন ও যৌথ মালিকানাধীন (দেশি ও বিদেশি) প্রতিষ্ঠানের জন্য তিন হাজার কোটি টাকা প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এ খাতে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান ঋণ সুবিধা পায়নি তারা অগ্রাধিকার পাবে। এ প্যাকেজের আওতায় ৩য় পর্যায়ে ঋণ বিতরণ কার্যক্রম আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।
ইএআর/এমএইচআর