রাকাব ও হাউজ বিল্ডিং ফাইন্যান্সে নতুন এমডি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ দুটি প্রতিষ্ঠানে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি মো. আব্দুল মান্নানকে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মো. জাহিদুল হককে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে।
আইএইচআর/এএএইচ/জিকেএস