আইসিএমএবি ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
‘প্রাইভেট কর্মাশিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন)’ ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড অর্জন করেছে ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানের্জি ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
আরও পড়ুন: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেলো ৬৫ প্রতিষ্ঠান
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, আইসিএমএবির সভাপতি মো. মামুনুর রশীদ এবং আইসিএমএবি করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএএইচ/এএসএম