বিসিক ভবনে উদ্যোক্তা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২২ শুরু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর বিসিক ভবনে এ মেলা উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান।

এ মেলায় ক্রেতারা ৫০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন।

মেলা চলবে ১৮ ডিসেম্বর হতে ২২ ডিসেম্বর পর্যন্ত। বিসিক উদ্যোক্তা মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

jagonews24

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিসিক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক ( বিপণন ও নকশা) মো. আব্দুল মতিন, আঞ্চলিক পরিচালক (ঢাকা) ড. মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, উপ-মহাব্যবস্থাপক (ঢাকা) মাহবুবুর রহমানসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলা উদ্বোধন শেষে বিসিক চেয়ারম্যান বিসিক নকশা কেন্দ্র ঢাকার সেপ্টেম্বর-অক্টোবর ২০২২ সেশনের প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেন।

সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) নেপাল চন্দ্র কর্মকার, আঞ্চলিক পরিচালক (ঢাকা), ড. মো. আলমগীর হোসেন, প্রধান নকশাবিদ (ভারপ্রাপ্ত) মো. রাহাত উদ্দিনসহ নকশা কেন্দ্রের কর্মকর্তারা।

এনএইচ/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।