টাইগার স্টীলের সঙ্গে ক্রাউন ওয়ারস এর চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ০২:৪১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

অত্যাধুনিক পরিবেশবান্ধব সবুজ ভবন স্টীল বিল্ডিং নির্মাণের জন্য টাইগার স্টীল বাংলাদেশ এর সঙ্গে ক্রাউন ওয়ারস এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি গাজিপুরস্থ ক্রাউন ওয়ারস কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। টাইগার স্টীল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিটন কুমার শর্মা ও স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
টাইগার স্টীল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিটন কুমার শর্মা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে পরিবেশবান্ধব সবুজ ভবন তৈরি করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা এবার ক্রাউন ওয়ারস প্রাইভেট লিমিটেডের স্বয়ংক্রিয় পরিবেশবান্ধব ক্রাউন ওয়াশিং ইউনিট-২ নামের এ আধুনিক কারখানাটি নির্মাণ করতে যাচ্ছি।

ক্রাউন ওয়ারস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, এ কারখানাটি প্রতিষ্ঠিত হলে তাতে ছয় হাজার লোকের কর্মসংস্থান হবে। যা দেশের অর্থনীতিকে গতিশীল করবে।

উল্লেখ্য, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাইগার স্টীল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সহ দুই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিজ্ঞপ্তি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।