১০০ টাকা রাজস্ব আদায়ে এনবিআরের খরচ ২১ পয়সা

১০০ টাকা রাজস্ব আদায়ে এনবিআরের ২১ পয়সা খরচ হয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, রাজস্ব আদায়ের বিপরীতে খরচ হয় শূন্য দশমিক ২১ শতাংশ। অর্থাৎ, বিশ্বের অনেক দেশের তুলনায় জাতীয় রাজস্ব বোর্ড কম খরচে রাজস্ব আদায় করে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে ভারতের খরচ হয় শূন্য দশমিক ৬০ শতাংশ, সিঙ্গাপুরের শূন্য দশমিক ৭১ শতাংশ, জার্মানির এক শতাংশ, জাপানের শূন্য দশমিক ৭০ শতাংশ, মালয়েশিয়ার এক শতাংশ। সে হিসেবে আমরা অনেক কম খরচে রাজস্ব আহরণ করে থাকি। তার মানে এ নয় আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে প্রচেষ্টার কোনো কমতি আছে। আমরা কম সম্পদ ব্যবহার করে দক্ষতার সঙ্গে রাজস্ব আহরণ করি, এটাই আমাদের গর্ব।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, অবৈধ বাণিজ্য প্রতিরোধ, আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি প্রতিরোধ, দেশীয় শিল্পের বিকাশ, রপ্তানি বাণিজ্যের প্রসার ছাড়া আরও অনেক কাজ কাস্টমস করে থাকে। দেশের পণ্য সরবরাহ নিশ্চিত করতেও কাস্টমসের ভূমিকা অগ্রগণ্য। করোনা মহামারির সময়ে জীবনের ঝুঁকি নিয়েও কর্মকর্তারা কাজ করে গেছেন। কয়েক জন কর্মকর্তা মৃত্যুবরণও করেছেন। প্রতিযোগিতামূলক বাণিজ্যে টিকে থাকতে হলে কাস্টমসের আধুনিকায়ন নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
কাস্টমস দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে না পেরে এক ভিডিও বার্তায় সবাইকে কাস্টমস দিবসের শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী আহম মুস্থফা কামাল।
বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এনবিআর চেয়ারম্যানকে বলেছিলাম গার্মেন্টসের মালিকরা যে সুযোগ পায়, সেগুলো যেনো অন্যরাও পায়। এবার তিনি সেগুলো করেছেন। করপোরেট করের বেলায় এক্সপোর্টের সব খাতকে একই সুযোগের আওতায় এনেছেন।
তিনি বলেন, চারটি খাত বিলিয়ন ডলার এক্সপোর্টে এসেছে। আমি মনে করি তাদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া উচিত।
এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা ডলার সংকটের মধ্যে আছি। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বিদেশ থেকে যারা রেমিট্যান্স পাঠায়, তাদের ধন্যবাদ জানাই। তাদের দিয়ে কিছু সমন্বয় করছি। এখন সুযোগ এসেছে স্থানীয় শিল্প নিরাপত্তা দেওয়ার। স্থানীয় সুযোগ-সুবিধা দেওয়া, যাতে বিদেশি পণ্যের নির্ভরশীল আমরা কমাতে পারি৷ এনবিআর এ কাজ করে আসছে। মেইড ইন বাংলাদেশ স্লোগান তারা হাতে নিয়েছে। এখানে আমাদের আরও কাজ করতে হবে।
কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কাস্টমস দিবসে এনবিআরের ১৭ জন কর্মকর্তা ও তিন অংশীজনকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়েছে।
এসএম/এমআইএইচএস/জেআইএম