ইভিএম মূল্যায়নে ২০ লাখ টাকাও দিলো না পরিকল্পনা মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাধ্যমে ‘নির্বাচন ব্যবস্থার তথ্য প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার’ শীর্ষক প্রকল্পের বিশেষ মূল্যায়নের জন্য সিঙ্গেল সোর্স সিলেকশন পদ্ধতিতে ফার্ম নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে আইএমইডি’র রাজস্ব বাজেট থেকে বা অন্য কোনো খাত থেকে ২০ লাখ টাকার সংস্থান বিষয়ে মতামত প্রদানসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করে সংশ্লিষ্ট বিভাগ।

তবে এই অনুরোধ রাখা হয়নি, এমনকি ২০ লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়নি।

রোববার (২৯ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানা গেছে এই তথ্য। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের চলতি অর্থবছরের রাজস্ব বাজেটে চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত সমীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নিরীক্ষা ও সমীক্ষা কি খাতে ২৫ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ছিল। ৬৫টি প্রকল্পের সমীক্ষা কার্যক্রম পরামর্শক ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে সম্পন্নের লক্ষ্যে ২৫ কোটি ১ লাখ ২২ হাজার ৯০০ টাকার বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: ২ লাখ ইভিএম কেনার প্রকল্প আপাতত স্থগিত

এ বিভাগের হিসাব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে উক্ত প্রকল্পের সমীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ অবশিষ্ট নেই।

আইএমইডি’র চলতি অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেটে ‘নির্বাচন ব্যবস্থায় তথ্য প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার’ শীর্ষক প্রকল্পের বিশেষ মূল্যায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই বলে আইএমইডিকে অবহিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

আরও পড়ুন: ইভিএম উদ্ভাবকদের কংগ্রাচুলেট করতে চাই: ড. জাফর ইকবাল

এমওএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।