‘স্বপ্ন’ এখন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক তোসাদ্দেক হোসেন খান টিটো (সিআইপি), স্বপ্ন’র হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, রিজিওনাল ম্যানেজার অব অপারেশন সাজিদ আহমেদ, ম্যানেজার প্রজেক্ট ডেভেলপমেন্ট মেহেদী হাসান রাহাত, আউটলেট অপারেশন ম্যানেজার মাসুদুর রহমান প্রমুখ।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৫১টি জেলায়। মানিকগঞ্জের নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

স্বপ্ন’র ২৯৩তম আউটলেট এটি। নতুন এ আউটলেটটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা হাইওয়ের সিটি সেন্টারে অবস্থিত।

কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।