আইএফআইসি ব্যাংক কর্মীদের কৃতী সন্তানদের সংবর্ধনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

আইএফআইসি ব্যাংকের কর্মীদের মেধাবী সন্তানদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সমমানের ও-লেভেল, এ-লেভেল পরীক্ষায় অসামান্য ফলাফলের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার আইএফআইসি টাওয়ারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনউদ্দীন, সৈয়দ মনসুর মোস্তফা, মনিতুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান কে এ আর এম মোস্তফা কামালসহ ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা ও কৃতি সন্তানদের পরিবারের সদস্যরা।

বৈশ্বিক করোনা মহামারির কারণে গত তিন বছর এই সম্মাননা স্থগিত ছিলো। এ বছর ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হলো। দুই পর্বের এ আয়োজেন গত ২৮ জানুয়ারি অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।