মুসলিম সুইটসকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে মুসলিম সুইটস অ্যান্ড কনফেকশনারিকে জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

পণ্য মোড়কজাতকরণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলীতে এ অভিযান চালায় বিএসটিআই।

আরও পড়ুন: পণ্যের মান নিয়ন্ত্রণে নজরদারি বাড়িয়েছে বিএসটিআই

ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের কর্মকর্তা মো. মাছুদুল হক (পরিদর্শক) ঢাকা দায়িত্ব পালন করেন।

এনএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।