চট্টগ্রাম বাণিজ্যমেলা

হাজারো পণ্যের পসরায় নজর কাড়ছে আরএফএল প্যাভিলিয়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৫ মার্চ ২০২৩

# আরএফএল প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়
# সাড়া ফেলেছে আরএফএল পণ্য
# কেনাকাটায় চলছে ১০-৩০ শতাংশ পর্যন্ত ছাড়

জমে উঠেছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। প্রতিদিনই বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি। মেলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি নজর কেড়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল প্যাভিলিয়ন। হাজারো পণ্যের পসরা নিয়ে মেলায় ক্রেতাদের দারুণ সাড়া পাচ্ছে আরএফএল।

গতকাল শনিবার ছিল ছুটির দিন। বিকেলে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, আরএফএল প্যাভিলিয়নে গৃহস্থালি, প্লাস্টিক, মেলামাইনের হরেক রকমের পণ্য পাওয়া যাচ্ছে। পণ্য কেনাকাটায় চলছে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। মেলায় আসা দর্শনার্থীদের বিশেষ নজর কাড়ছে আরএফএল প্যাভিলিয়ন। যেখানে ক্রেতা-দর্শনার্থীদের বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে।

jagonews24

প্যাভিলিয়ন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আকারভেদে আরএফএলের বিভিন্ন জার (কৌটা) ৬৫ থেকে ৩০০ টাকা এবং কনটেইনার ও বক্স ১২০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। নানা ধরনের জার, কৌটা, তৈজসপত্র, গ্যাস স্টোভ, প্লাস্টিকের চেয়ার, মোড়া, বালতি, ইলেকট্রনিক্স সামগ্রীর মধ্যে ব্লান্ডার ও আয়রন মিলছে মূল্য ছাড়ে।

আরএফএল প্যাভিলিয়নে কথা হয় গৃহিনী নাজমুন আক্তারের সঙ্গে। তিনি বলেন, আমার ঘরের সব ধরনের তৈজসপত্রই প্রাণ-আরএফএলের। রান্নাঘরের গ্যাস স্টোভ, প্রেসার কুকার ও ব্লান্ডারসহ মেলামাইনগুলোও আরএফএল থেকে কেনা। এবারও প্রয়োজনীয় কিছু পণ্য কিনছি।

jagonews24

একই প্যাভিলিয়নে কথা হয় আলীম উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির সঙ্গে। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তিন বছরের শিশুপুত্রকে নিয়ে মেলায় এসেছেন তারা। আলীম উদ্দিন বলেন, ছুটির দিন হওয়ায় মেলায় ঘুরতে এসেছি। প্রয়োজনীয় কিছু কেনাকাটাও করবো। আরএফএলের প্রায় সব ধরনের পণ্যের গুণগত মান ভালো। তাই এখান থেকে পছন্দের পণ্য কিনবো।

আরএফএল প্যাভিলিয়ন ইনচার্জ মো. শোয়েব আহমেদ জাগো নিউজকে জানিয়েছেন, প্লাস্টিক থেকে হাউজহোল্ড প্রায় সব ধরনের সামগ্রী মিলছে আরএফএলে। এখানে মেলা উপলক্ষে প্রায় সব ধরনের পণ্যেই ১০-৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে। মেলার শেষ দিন পর্যন্ত এই ছাড় চলবে।

jagonews24

তিনি বলেন, প্রাণ-আরএফএল এমনিতেই দেশে জনপ্রিয় ব্র্যান্ড। গুণগত মানের কারণে মানুষ আরএফএলের পণ্যের ওপর আস্থা রাখে। যে কারণে আমাদের প্যাভিলিয়নে সবসময় ক্রেতা থাকে। যেহেতু মেলায় অনেক আইটেম এক জায়গায় পাওয়া যায়, তাই আগ্রহী ক্রেতারাও নিজেদের পছন্দের পণ্য কিনে নেন। আমাদের প্যাভিলিয়নে তুলনামূলক নারী গ্রাহকের সংখ্যা বেশি। অনেকে পরিবার নিয়েও আসছেন আরএফএল পণ্য কিনতে।

এবার প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি পৃথক জোন নিয়ে ৪০০টি স্টল রাখা হয়েছে। এতে তিনশোর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এ বাণিজ্যমেলায় ভারত, থাইল্যান্ড ও ইরানের অনেক শিল্পপ্রতিষ্ঠান নিজস্ব পণ্য নিয়ে এসেছে।

ইকবাল হোসেন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।